পীরগাছা উপজেলাটি রংপুর জেলার অন্তর্গত তিস্ত বিধৌত পরি গড়া একেটি অঞ্চল। এর নৃতাত্বিক পরিচয় বৈশিষ্ট্য জানতে হলে প্রথমে জানতে হবে বাঙালী জাতীর আদি পরিচয় কি? অত্র এলাকার মানুষের দৈহিক গঠন আচাার আচরণ বাষা ইত্যাদি লক্ষ করলে দেখা যায় হাজার হাজার বছরের বিবর্তিতা ভৌগলিক প্রাকৃতিক সাংস্কৃতিক ইত্যাদি বিষয়দি আমাদের নৃতাত্বিক অবয়ব নিমৃঅণে সর্বদাই ক্রিয়াশীল ছিল। পন্ডিতরা অনুমান করেন ্প্রায় পাচ হাজার বছর আগে এদেশে বাস করত নিগ্রে বটু জাতের মানুষ প্রায় সারেতিন হাজার বছর আগে বাস করত অষ্টিকরা । অষ্টিকদের পরে এদেশে আগমন করে দ্রাবিড় নর গোষ্টি । দ্রাাবিড়দের পর এদেশে আগমট ঘটে আলপীয়দের বর্তমানে ইটাকুমারি ইউনিয়নে প্রধানত দুই ধরনের ভাষাভাষি লোক বাসকরে । বাংলাভাষী আর সাওতাল । এছাড়াও আঞ্চলিক ভাষায় কথা বলা কয়েক প্রকার লোক বাস করে।
সবারই নিজ্বস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। যে যেধর্মীয় সে সে ধর্মের কার্যাবলী পালন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস