Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাতব্যক্তিত্ব

১। মরহুম সিরাজুল ইসলাম

       মরহুম সিরাজুল ইসলাম রংপুর জেলাধীন পীরগাছা উপাজেলার ইটাকুমারী ইউনিয়নে ১৯১৫ সালে জন্ম গ্রহন করেন। তিনি ডিগ্রী পাশ করে পীরগাছা জে,এন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন। ১৯৫৮ সালে তিনি পীরগাছা উপজেলা শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা  সভাপতি ছিলেন। ১৯৮১ সালে তিনি মৃত্যু বরণ করেন।তিনি পরপর ইটাকুমারী ইউনিয়নের দুই বার চেয়ারম্যান ছিলেন। উল্লেখ্য যে মরহুম সিরাজুল ইসলাম চিরকুমার হিসেবে তার জীবন অতিবাহিত করেন।

 

 

 

২। মরহুম নুরুল ইসলাম

 

      মরহুম নুরুল ইসলাম রংপুর জেলাধীন পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের হাসনা গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি শিক্ষা জীবন শুরু করেন ইটাকুমারী মাইনর স্কুল থেকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিভাগে মাষ্টার ডিগ্রিী অর্জন করেন। তাহার চাকুরী জীবন শুরু হয় ইটাকুমারী মাইনর স্কুল থেকে পরবর্তীতে পীরগাছা জে,এন হাইস্কুল বদরগঞ্জ কলেজ, মাহিগঞ্জ কলেজ, ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ ভাইস প্রিন্সিপাল হিসেবে দ্বায়িত্ব পালন করে অবসর জীবন শুরু করেন। ২০০৪ ইং সালের ১৫ই মার্চ তিনি মৃত্যুবরণ করেন।