Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাসিক সভা ও অতিদরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচীর সভার নোটিশ
বিস্তারিত

             এতদ্বার অত্র ৩নং ইটাকুমারী ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যা ও অতিদরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচী কমিটির  সদস্য/সদস্যাগণকে জানানো যাচ্ছে যে, আগামী ২৪/০৪/২০১৪ইং বৃহস্পতিবার বেলা ১১.০০ঘটিকায় ইউপি কার্যালয়ের চেয়ারম্যানের কক্ষে নিম্নের আলোচ্য সূচীতে এক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপস্থিত হওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনরোধ করা হলো।

 

           আলোচ্য বিষয়ঃ ০১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন। ০২। মাসিক সভার বিভিন্ন বিষয় । ০৩। ২০১২-২০১৩ইং অর্থবছরের ফার্ম কর্তৃক অডিট বিষয়ে। ০৪। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর ২য় পর্যায়ের অধিন ওয়েজ ও নন-ওয়েজ প্রকল্প গ্রহণ বিষয়ে। ০৫। বিবিধ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
22/04/2014