শিরোনাম
জ্বালানি তেল বিক্রয়ে কড়াকড়ি আরোপ প্রসঙ্গে।
বিস্তারিত
উপযূক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কতিপয় রাজনৈতিক দলের আহুত হরতাল কর্মসূচি চলাকালে নাশকতা ও অগ্নিসংযোগ এড়াতে পীরগাছা উপজেলাধীন ফিলিং স্টেশন এবং জ্বালানি তেল বিক্রয়কারী খুচরা দোকানগুলো যানবাহন ব্যতিকত বোতল, কন্টেইনার, জার ইত্যাদিতে খোলা জ্বালানি তেল বিক্রয় করতে না পারে এ বিষয়ে প্রেয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।